বুরো বাংলাদেশ

BURO Bangladesh

সর্বশেষ:

Latest news

পঠভূমি

বুরো বাংলাদেশ জাতীয় পর্যায়ের স্বীকৃত একটি আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা, যাহা বিগত ২৩ বছর যাবৎ দরিদ্র ও অতি দরিদ্র মানুষের দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বুরো বাংলাদেশ একটি ক্ষুদ্র অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিম্ন আয়ের জনগণ বিশেষ করে দরিদ্র মহিলাদের জন্য উচ্চমান সম্পন্ন নমনীয় আর্থিক ও সামাজিক সেবা সমুহ প্রদান করে আসছে।

বর্তমানে সংস্থাটি বিভিন্ন দাতা ও সহযোগী সংস্থা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ৬৪ টি জেলায় ৪০৬ টি উপজেলার ৩,৫১৭ টি ইউনিয়নে ৩১,৩৯৮ টি গ্রামে ৬৪৫ টি শাখার মাধ্যমে ১৩,০৫,৩৭৮ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারকে ক্ষুদ্র অর্থায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচী ও প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, আত্ম-কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

সংস্থার কৃষি অর্থায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ও উদ্যোক্তা সৃষ্টিতেও ভূমিকা রয়েছে। এছাড়াও বুরো বাংলাদেশ অতি দরিদ্রদের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী গ্রহন এবং দুযোর্গ প্রশমন ও ব্যবস্থাপনায়ও অবদান রেখে আসছে। সংস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের স্বীকৃতি লাভসহ অর্থনৈতিকভাবেও স্বাবলম্বীতা অর্জন করতে যাচ্ছে।

ক্রঃ নং উপজেলার নাম নিয়মিত অনিয়মিত স্বেচ্ছাসেবী সর্বমোট
পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট
০১ সিলেট সদর ২৮ ৩৩ ৩৩
০২ বিশ্বনাথ ০৭ ০৭ ০৭
০৩ গোলাপগঞ্জ ০৪ ০২ ০৬ ০৬
০৪ বিয়ানীবাজার ০৪ ০৪ ০৪
০৫ দক্ষিন সুরমা ১০ ০১ ১১ ১১
০৬ ওসমানী নগর ০৭ ০৭ ০৭
ক্রঃ নং প্রাপ্ত স্বীকৃতির নাম প্রদানকারী প্রতিষ্ঠানের নাম তারিখ / সন
০১ Transparency Award Consultative Group to Assist the poor (CGAP)/The World Bank 2005 & 2006
০২ SAFA Award for Best Published Reports and Accounts The South Asian Federation of Accountants – SAFA 2005, 2007, 2008 & 2009
০৩ Credit Rating (AA3, Double A) Credit Rating Bangladesh 2014-2015
০৪ ICAB National Award for Best Published Reports and Accounts The Institute of Chartered Accounts of Bangladesh (ICAB) 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012 & 2013
০৫ Social Performance MicroSave 70 out of 100
০৬ Certificate of Accreditation on SME Special Programs Department Bangladesh Bank Bangladesh Bank 2015