বুরো বাংলাদেশ

BURO Bangladesh

সর্বশেষ:

Latest news

পঠভূমি

বুরো বাংলাদেশ জাতীয় পর্যায়ের স্বীকৃত একটি আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা, যাহা বিগত ২৩ বছর যাবৎ দরিদ্র ও অতি দরিদ্র মানুষের দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বুরো বাংলাদেশ একটি ক্ষুদ্র অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিম্ন আয়ের জনগণ বিশেষ করে দরিদ্র মহিলাদের জন্য উচ্চমান সম্পন্ন নমনীয় আর্থিক ও সামাজিক সেবা সমুহ প্রদান করে আসছে।

বর্তমানে সংস্থাটি বিভিন্ন দাতা ও সহযোগী সংস্থা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ৬৪ টি জেলায় ৪০৬ টি উপজেলার ৩,৫১৭ টি ইউনিয়নে ৩১,৩৯৮ টি গ্রামে ৬৪৫ টি শাখার মাধ্যমে ১৩,০৫,৩৭৮ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারকে ক্ষুদ্র অর্থায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচী ও প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, আত্ম-কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

সংস্থার কৃষি অর্থায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ও উদ্যোক্তা সৃষ্টিতেও ভূমিকা রয়েছে। এছাড়াও বুরো বাংলাদেশ অতি দরিদ্রদের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী গ্রহন এবং দুযোর্গ প্রশমন ও ব্যবস্থাপনায়ও অবদান রেখে আসছে। সংস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের স্বীকৃতি লাভসহ অর্থনৈতিকভাবেও স্বাবলম্বীতা অর্জন করতে যাচ্ছে।

ক্রঃ নংউপজেলার নামনিয়মিতঅনিয়মিতস্বেচ্ছাসেবীসর্বমোট
পুরুষমহিলামোটপুরুষমহিলামোটপুরুষমহিলামোট
০১সিলেট সদর২৮৩৩৩৩
০২বিশ্বনাথ০৭০৭০৭
০৩গোলাপগঞ্জ০৪০২০৬০৬
০৪বিয়ানীবাজার০৪০৪০৪
০৫দক্ষিন সুরমা১০০১১১১১
০৬ওসমানী নগর০৭০৭০৭
ক্রঃ নংপ্রাপ্ত স্বীকৃতির নামপ্রদানকারী প্রতিষ্ঠানের নামতারিখ / সন
০১Transparency AwardConsultative Group to Assist the poor (CGAP)/The World Bank2005 & 2006
০২SAFA Award for Best Published Reports and AccountsThe South Asian Federation of Accountants – SAFA2005, 2007, 2008 & 2009
০৩Credit Rating (AA3, Double A)Credit Rating Bangladesh2014-2015
০৪ICAB National Award for Best Published Reports and AccountsThe Institute of Chartered Accounts of Bangladesh (ICAB)2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012 & 2013
০৫Social PerformanceMicroSave70 out of 100
০৬Certificate of Accreditation on SME Special Programs Department Bangladesh BankBangladesh Bank2015