বুরো বাংলাদেশ

BURO Bangladesh

সর্বশেষ:

Latest news

সংস্থার লিঙ্গ সমতা

আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনসংখ্যাকে বঞ্চিত রেখে অর্থবহ, কার্যকর ও টেকসই জাতীয় উন্নয়ন প্রায় অসম্ভব। নারীর প্রতি সকল বৈষম্য বিলোপের মাধ্যমে নারীকে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরী। সংস্থা কর্তৃক জেন্ডার ইস্যূটি প্রাতিষ্ঠানিকী করণে নীতিগত সম্মত।  এ লক্ষ্যে সংস্থার একটি লিখিত জেন্ডার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংস্থার সকল কর্মকান্ড প্রণয়ন ও বাস্তবায়নে জেন্ডার সহায়ক ও জেন্ডার সমতা ভিত্তিক একটি সংস্থা প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য যে, বর্তমানে সংস্থার উপকারভোগীদের ৯৯ শতাংশই নারী।