বুরো বাংলাদেশ

BURO Bangladesh

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

(ক) দারিদ্র বিমোচনের লক্ষ্যে সংস্থা কর্তৃক সংগঠিত দরিদ্র সদস্য বা গ্রাহকদের (Member or Customer) জন্য অর্থনৈতিক লেনদেন কর্মকান্ডের অংশ হিসাবে ঐ সকল সদস্য বা গ্রাহকদের (Member or Customer) মতামতের ভিত্তিতে সঞ্চয় ও ঋণ কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা। সদস্য বা গ্রাহক শব্দের অর্থ হচ্ছে সংস্থা কর্তৃক গৃহীত যে কোন কর্মসূচীতে অংশগ্রহনকারী দরিদ্র মহিলা বা পুরুষ যাদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সংস্থা সংগঠিত করছে বা করবে।

(খ) গণমানুষের আয় উন্নতির লক্ষ্যে তাদের জন্য অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করা।